Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রকল্প

০১। ইলেকট্রনিক মানি ট্রান্সফার সার্ভিস (ই এম টি এস)ঃ সম্মানিত গ্রাহকের টাকা মিনিটের মধ্যেই দেশের যে কোন প্রান্তে পৌছে

      দেওয়ার নিশ্চয়তা।

০২। পোস্টাল ক্যাশ কার্ডঃ দ্রুত নিরাপদ ও সাশ্রয়ীভাবে আর্থিক লেনদেনের সহজতর মাধ্যম।

      

পোস্টাল ক্যাশ কার্ডের প্রাপ্য সুবিধাদিঃ

      

* ইহা চৌম্বকীয়ভাবে (ম্যাগনেটিক স্ট্রীপ) সংযোজিত একটি প্লাস্টিক কার্ড।

            * মুলতঃ একটি ডেবিট কার্ড।

            * মাত্র ৪৫/- টাকা এর বিনিময়ে ‘‘পোস্ট অফিস’’ এ একটি একাউন্ট খোলার সুবিধা।

            * এতে সংরক্ষিত (জমাকৃত) অর্থ প্রয়োজনে তৎক্ষনাৎ উত্তোলন বা আর একজন কার্ডধারী প্রাহকের একাউন্টে স্থানান্তর 

   করার সুবিধা।

·        ব্যবহারে কোন লুকায়িত খরচ নেই।

·        ব্যহার নিরাপদ ও শত ভাগ ঝুঁকিমুক্ত।

·        মাত্র ১০/- টাকা ব্যালান্স রেখে একাউন্ট চালু রাখার সুবিধা।