০১। ইলেকট্রনিক মানি ট্রান্সফার সার্ভিস (ই এম টি এস)ঃ সম্মানিত গ্রাহকের টাকা মিনিটের মধ্যেই দেশের যে কোন প্রান্তে পৌছে
দেওয়ার নিশ্চয়তা।
০২। পোস্টাল ক্যাশ কার্ডঃ দ্রুত নিরাপদ ও সাশ্রয়ীভাবে আর্থিক লেনদেনের সহজতর মাধ্যম।
পোস্টাল ক্যাশ কার্ডের প্রাপ্য সুবিধাদিঃ
* ইহা চৌম্বকীয়ভাবে (ম্যাগনেটিক স্ট্রীপ) সংযোজিত একটি প্লাস্টিক কার্ড।
* মুলতঃ একটি ডেবিট কার্ড।
* মাত্র ৪৫/- টাকা এর বিনিময়ে ‘‘পোস্ট অফিস’’ এ একটি একাউন্ট খোলার সুবিধা।
* এতে সংরক্ষিত (জমাকৃত) অর্থ প্রয়োজনে তৎক্ষনাৎ উত্তোলন বা আর একজন কার্ডধারী প্রাহকের একাউন্টে স্থানান্তর
করার সুবিধা।
· ব্যবহারে কোন লুকায়িত খরচ নেই।
· ব্যহার নিরাপদ ও শত ভাগ ঝুঁকিমুক্ত।
· মাত্র ১০/- টাকা ব্যালান্স রেখে একাউন্ট চালু রাখার সুবিধা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস