বাংলাদেশ ডাক বিভাগে পুরাতন জেলা সমূহ বিভাগীয় অফিস হিসাবে পরিচালিত হয়ে আসছে। পাবনা জেলা, সিরাজগঞ্জ জেলা এবং নাটোর জেলার হাটগুরুদাসপুর, হারোয়া এবং গোপালপুর উপজেলা সমন্বয়ে গঠিত পাবনা বিভাগ এবং বিভাগীয় প্রধান ডেপুটি পোস্টমাস্টার জেনারেল।
অত্র কার্যালয় মূলতঃ পোস্ট অফিস প্রশাসনিক দপ্তর হিসাবে পরিচালিত। প্রশাসনিক কার্যে সহযোগিতা করার জন্য ৪টি উপবিভাগে ৪জন পোস্ট অফিস পরিদর্শক নিয়োজিত আছেন যাহারা সার্বক্ষনিকভাবে সকল উপজেলা/সাব/শাখা পোস্ট অফিস সমূহের পরিদর্শন, তদন্ত এবং বিভাগীয় যে কোন সমস্যাবলীর সুপরামর্শ প্রদান করে থাকে এবং বিভাগীয় প্রধান সেই মোতাবেক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।

Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS